খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩৯, বিশেষ ক্ষমতা আইনে ৩ মামলা রুজু: কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামীলীগ।
এরই অংশ হিসেবে ২০ এপ্রিল রবিবার সকালে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে এবং বিকেলে বাইপাস সড়ক সংলগ্ন শহীদের মোড়ে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।
দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর এবং আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৩ টি মামলা রুজু করা হয়েছে। মামলার ঘটনায় অংশগ্রহণকারী অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রাপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানে সোমবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।
মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।