বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা জেলা শাখার সংগঠক কে দুর্বৃত্তরা মাথায় ইট দিয়ে আঘাত করে রাক্তাক্ত জখম করেছে।

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা জেলা শাখার সংগঠক শেখ ওমর হামজা কে দুর্বৃত্তরা মাথায় ইট দিয়ে আঘাত করে রাক্তাক্ত জখম করেছে। ২০/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে।
খুলনার সোনাডাঙ্গা মোড়, নিউ বরিশাল হোটেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন শেখ ওমর হামজা, তানভীর রহমান ও অর্ঘ্য মণ্ডল। বৈঠক থেকে শেখ ওমর হামজা তাদের এক বড় ভাইকে রিসিভ করতে হোটেলের বাইরে গেলে অতর্কিত ভাবে ১০/১৫ জন দূর্বৃত্তরা অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমণ করে মাথায় ইট দিয়ে সজরে আঘাত করলে রাক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান বলে নিশ্চিত করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা জেলা শাখার দপ্তর সেল সদস্য জনাব শিহাব সাদনাম রাতুল। ২১/০৪/২০২৫ তারিখ বৈছাআখুজে/প্রে,বি/২০২৫/২২ নং স্মারকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। শেখ ওমর হামজা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাসায় আছেন।
প্রকাশ থাকে যে, বিগত কয়েকমাস লক্ষ্য করা যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সাথে জড়িতদের টার্গেট করে প্রায় বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন স্টাইলে আক্রান্তের শিকার হচ্ছে। তাছাড়া প্রশাসন কিছুটা নীরব ভূমিকা পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *