খুলনার বটিয়াঘাটায় রানা রিসোর্ট পার্ক বন্ধ ও সমন্বয়ক পরিচয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটার গোপালখালী রানা রিসোর্ট এর বিরুদ্ধে ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে আজ বিকাল ৪.০০ টার সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
রানা রিসোর্ট পার্কের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজিম শেখের সভাপতিত্বে, সভায় বক্তব্য প্রদান করেন ছাত্র প্রতিনিধি আরমান, জুবায়ের হোসেন। রানা রিসোর্ট নামে পার্কটির ভিতরে বিভিন্ন ধরনের অনৈতিক অসামাজিক কার্যকলাপের দায়ে কিছুদিন আগে ছাত্র প্রতিনিধি ও সাধারণ জনগণ পার্কের গেটে তালা লাগিয়ে দেই। কয়েকদিন যেতে না যেতেই পরে আরেকটি গ্রুপ মোটা অংকের টাকার বিনিময়ে তালা খুলে দেই। মানববন্ধনে বক্তারা বলেন পার্কের ভিতরে মাদক সহ নারী ঘটিত বিভিন্ন ধরনের অপকর্ম টাকার বিনিময়ে সংগঠিত হচ্ছে। আমরা পার্কটি বন্ধ করে রাখলেও বটিয়াঘাটার ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী ওমর হামজা ও তানভীর মোটা অংকের টাকা গ্রহণ করে তাদেরকে এ ধরনের কার্যকলাপের সহযোগিতা করে আসছে। এছাড়া তারা জোরপূর্বক অন্যের ঘের থেকে মাছলুট ও বটিয়াঘাটায় অবস্থিত ৩টি ইট বাটায় লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। আমরা ছাত্র সমন্বয়ক জেলা প্রতিনিধির কাছে বিনীতভাবে তাদের বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, সমন্বয়ক পরিচয়ের ওমর হামজার পিতা ছিলো মূলত জাতীয় পার্টির ও তানভীর এর মা আওয়ামীলীগের নেতৃ সে দাপটে হয়েছেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য। বক্তারা আরো বলেন, এ বিষয়ে আমরা প্রশাসনকে জানালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমাদেরকে কোন সহযোগিতা করি নাই আমরা এরও সুষ্ঠু তদন্ত চাই।