চৌগাছায় মেয়েলী ঘটনায় চারজন আহত
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা বকশিপুর গ্রামে এক মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে চারজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানাগেছে বকসিপুর গ্রামের জনৈক্য মহিলার চরিত্রগত বিষয় নিয়ে বৃহস্পতিবার গ্রামে এক শালিস বসে। শালিসে অভিযুক্ত মেয়েকে গ্রাম্য মাতুব্বরা জুতাপিটা করে শালিসী শেষ করে। কিন্তু মেয়ে পক্ষ বিচারে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার বিকেলে বকসিপুর গ্রামের দাউদ মন্ডলে ছেলে ইকরামের নেতৃত্বে শরীফ, মকবুল ও তৈইবুল শালিসীকারীদের বাড়ি হামলা চালায়। হামলায় একই গ্রামের শুকুর আলীর ছেলে সোহাগ হোসেন (২৫), জবেদ আলীর মেয়ে হিরা খাতুন (২৫), মৃৃত মুরাদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) এবং আলমের ছেলে শিমুল হোসেন (১৭) মারাত্মক আহত হয়। আহত সোহাগ হোসেন ও হিরা খাতুনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ মেয়ে পক্ষের ভুট্টোর মেয়ে শান্তা, রমজানের মেয়ে পলি এবং তার স্ত্রী তনু বেগমকে আটক করেছে।এলাকায় উত্তেজনা চলছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।