নববর্ষের দিনে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিক পারভেজের পদত্যাগ
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
নববর্ষের দিনে পদত্যাগ করেছেন ঝিনাইদহ সদর উপজেলার গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব আশিক পারভেজ মিনার। তিনি তার ফেসবুক পেইজে এক সংক্ষিপ্ত পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। তিনি পোস্টে উল্লেখ করেন,,
“নেতৃত্ব অর্থ দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়া। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সব সময় স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্য কিছু করা। আমি আমার আদর্শিক জায়গা থেকে গণ অধিকার পরিষদের ব্যানারে এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছি। বিভিন্ন কারণ থাকতে পারে। কাউকে দোষারোপ করতে চাই না। বর্তমান পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের সাথে নিজেকে জড়িয়ে রাখাটাও আমার জন্য কষ্টদায়ক। তাই গণ অধিকার পরিষদের সবার প্রতি শ্রদ্ধা রেখেই ঝিনাইদহ সদর উপজেলার গণ অধিকার পরিষদের “সাধারণ সম্পাদক” পদ থেকে অব্যাহতি নিচ্ছি।
হয়তো দেখা হবে নতুন কোন ভোরের, নতুন কোন আলোকিত মানুষের সাথে।”
যদিও আনুষ্ঠানিক পদত্যাগ পত্র পাওয়া যায়নি তবু ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি পদত্যাগ করেছেন এবং তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তার পোস্ট থেকে জানা যায় হয়তো তিনি অন্য কোন রাজনৈতিক দলে অংশ নিতে পারেন।