সাপাহারে সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত! আহত-১
নয়ন বাবু, সাপাহার(নওগাঁ) : নওগাঁর সাপাহারে উপজেলার হাঁপানিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে জহিরুল ইসলাম (৩৮) নামে আবারো বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বকুল হোসেন (২২) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। নিহত জহুরুল জেলার পোরশা উপজেলার দুয়ারপাল পশ্চিম পাড়ার মৃত: আব্দুল লতিফ এর ছেলে ও আহত বকুল হোসেন একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
হাঁপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার মোফাজ্জল হোসেন জানিয়েছেন, বুধবার রাতে ১০/১২ জনের একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী সীমান্তের ২৩২ নং পিলার দিয়ে গরু আনতে ভারতের ভেতরে যান। ভারত থেকে গরু নিয়ে ভোর রাতে বাংলাদেশে ফেরার পথে ভারতের টেক্কাপাড়া বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া করে। গরু ব্যবসায়ীরা পালানো সময় বিএসএফ’র গুলিতে গুরুত্বর জহুরুল ইসলাম ও বকুল হোসেন আহত হন। গুরুত্বর অবস্থায় জহুরুল ইসলাম হামাগুড়ি দিয়ে বাংলাদেশের চলে আসেন। সংবাদ পেয়ে তার আতœীয় স্বজনরা সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান। পথের মধ্যে গরু ব্যবসায়ী জহুরুলের মৃত্যু হয়। আহত বকুল হোসেনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে ১৪ বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল রফিকুল হাসান জানান, বিজিবির পক্ষে থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফ’র কাছে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।