ইসলামপুরে পরীক্ষা চলাকালীন আইন ভঙ্গ দুজন আটক ফটোকপি দোকান সিলগালা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে এসএসসি পরিক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গের দায়ে দুজনকে আটক ও ফটোকপির দোকান সিলগালা করা হয়েছে।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন ফটোকপির দোকান খোলা রাখায় দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে আজিজ কম্পিউটার এন্ড ফটোকপির দোকান সিলগালা করা হয়। এছাড়াও ১৪৪ ধারা ভঙ্গের দায়ে মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের পুত্র মো: জুয়েল ও ইসলামপুর মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের পুত্র মো:মিজানুর রহমানকে থানায় সোপর্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
এ সময় তিনি নকল মুক্ত পরিবেশ ও শান্তি পূর্নভাবে পরিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আইন বিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।