ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে নির্যাতিতা গৃহবধূ ববিতার সংবাদ সম্মেলন ॥ প্রধানমন্ত্রীর স্বাক্ষাত কামনা

Lohagara Pic 22.06.15লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের নির্যাতিতা গৃহবধূ ববিতা বেগম। গতকাল সোমবার (২২ জুন) দুপুরে ববিতার বাবার বাড়ি নড়াইলের এড়েন্দা গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববিতা বলেন, গত ৩০ এপ্রিল আমার শ্বশুরবাড়ি শালবরাত গ্রামে গাছে বেঁধে আমার ওপর নির্মম নির্যাতন করা হয়। আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি, ভাসুরসহ এলাকার মাতবর আজিজুর রহমান আরজু গাছে বেঁধে আমাকে লাঠিপেটা করে। এ ঘটনায় মামলা দায়েরের পরে ঘটনার মূল হোতা লোহাগড়ার পদ্মবিলা গ্রামের আজিজুর রহমান আরজু আদালতে আত্মসমর্পণ করেন। গত ২ জুন আদালতে স্থায়ী জামিন পেয়ে আমাকে এবং আমার বাবা, মা, ভাইসহ পরিবারকে নানা ধরণের হুমকি দিচ্ছে। এতে করে আমি এবং আমার পরিবার নিরাপত্তা ও মামলার ন্যায় বিচার নিয়ে শংকিত আছি। আরজু এবং আসামি পক্ষের লোকজন আমার পরিবারের ওপর আবারও হামলা চালাতে পারে বলে আশংকা করছি। এ ঘটনায় মনিরুজ্জামান সেন্টুও নানাভাবে হুমকি দিচ্ছে। এর আগে মনিরুজ্জামান সেন্টু আমার ভাই হাদিউজ্জামানকে মোবাইল ফোনে নানা ধরণের হুমকি দেয়। এছাড়া আসামী পক্ষের লোকজন এলাকার চায়ের দোকানসহ পথে ঘাটে বলে বেড়াচ্ছেন, ‘এ মামলায় প্রধান আসামীসহ অভিযুক্তদের কিছুই হবে না। তখন আমাকে এবং আমার পরিবারকে দেখে নেওয়া হবে’। আমি ন্যায় বিচার পেতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। এ ব্যাপারে সাংবাদিকসহ সুধীজনের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ববিতার বাবা ইসমাইল মোল্যা, মা খাদিজা বেগম, ভাই হাদিউজ্জামান, ভাবী জলি বেগমসহ পরিবারের সদস্যরা। এর আগে গত ১০ মে থেকে ১৩ জুন চিকিৎসা শেষে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে ফেরেন ববিতা।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সকালে গৃহবধূ ববিতা খানমের শ্বশুরবাড়ির লোকজন শালবরাত গ্রামে গাছের সাথে বেঁধে তার ওপর বেধড়ক লাঠিপেটা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়িসহ সাতজনের নামে মামলা দায়ের করা হয়। আসামিরা বর্তমানে জেল-হাজতে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *