ঝিনাইগাতীতে চাঁদাবাজি মামলার আসামী গ্রেফতার হওয়ায় বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

Ahsan Kabirহারুন অর রশিদ, ঝিনাইগাতী(শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে গত ২০ জুন শনিবার রাতে চাঁদাবাজি মামলার আসামী পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ায় বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও হামলা চালিয়েছে আসামী পক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আসামী পক্ষের লোকজন পালিয়ে যায়। আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা ও বাঐবাধা এলাকার আমতলী মোড় বাজারে। ঘটনাস্থল পরিদর্শন ও থানার অভিযোগের সূত্রে জানা যায়, ২০১১ সালে বাঐবাধা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আঃ রাজ্জাকের নিকট থেকে জারুলতলা গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে আহসান কবির বাঐবাধা মৌজার দাগ নং- ৪১৯, খতিয়ান নং- ৭৫৯২, আরওআর নং- ৭৮ এর ৩২ শতাংশ কাতে আমতলী মোড়ের পাকা রাস্তা সংলগ্ন পশ্চিমাংশে ১ শতাংশ এবং তার পূর্বাংশে ৫ শতাংশ সহ মোট ৬ শতাংশ জমি ক্রয় করেন। জায়গাটি ক্রয়ের পর পরই পাকা রাস্তা সংলগ্ন পশ্চিমাংশে ১ শতাংশ জমিতে টিনসেড হাফ বিল্ডিং ঘর নির্মান করে প্রায় ৫ বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে আহসান কবির। হঠাৎ করে গত ৩ মাস পূর্বে আবির্ভাব ঘটে ওই জমি বিক্রেতার ছোট ভাই রুস্তম আলীর। রুস্তম আলীর দুই ছেলে হাবিব ও নবী হোসেন আহসান কবিরের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা দিতে না পারলে ক্রয়কৃত জায়গা ছেড়ে দেওয়া সহ প্রাণনাশের জন্যও হুমকি প্রদান করে। অবশেষে গত ১৬ জুন মঙ্গলবার বিকালে দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় পূর্ব পরিকল্পিত ভাবে আহসান কবির ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়। এতে আহসান কবির সহ ২/৩ জন আহত হয়। এ ব্যাপারে আহসান কবিরের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে ঝিনাইগাতী থানায় মারপিট ও চাঁদাবাজির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) বিল্পব কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত হাবিব ও আইনাল নামে ২ আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। দুই আসামীকে ধরে থানায় নিয়ে আসার পর আসামী পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে ফিল্মি স্টাইলে আহসান কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ ও ভাংচুর করে অনেক ক্ষতি সাধন করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহলের মাঝে গুঞ্জন উঠেছে, এক ভাই জমি বিক্রি করবে আরেক ভাই চাঁদা চাবে। আর চাঁদা না দিলে উচ্ছেদের জন্য ভাংচুর চালাবে এ কেমন নিয়ম! এ ব্যপারে তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বিল্পব কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়ার পর ২ জনকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *