আত্রাইয়ে দোকানে আগুন : প্রায় ৬ লাখ টাকার মালামাল ভষ্মিভূত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে একটি দোকানে অগ্নিকান্ডে প্রায় ৬লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার তেজনন্দী বাজারে। জানা যায়, ওই বাজারের কীটনাশক, সার তেল ও মুদি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তার দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে যান। রাত প্রায় সাড়ে ১২টার দিকে কে বা কারা তার দোকানে আগুন লাগিয়ে দিলে দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে দোকানের সমুদয় মালামাল ভস্মিভুত হয়ে যায়। এতে করে তার প্রায় ৬ থেকে ৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। আব্দুর রাজ্জাকের পিতা আলহাজ্ব আরশাদ আলী বলেন, দোকান ঘর করার পর থেকে কিছু লোকের সাথে তাদের শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সংবাদ পেয়ে বৃহস্পতিবার আত্রাই থানার এসআই আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।