নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙলবার সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে এসব সভা হয়।
উপজেলা পর্যায়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক’ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন নকলা। বাকীগুলোর আয়োজনে ছিল উপজেলা প্রশাসন। এসব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
বক্তব্য দেন নকলা সেনা ক্যাম্পের প্রতিনিধি মেজর ইহসান, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সোহেল রহমান, স্থানীয় চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন প্রমুখ।
সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।