জামালপুরে গণপূর্ত সরকারি স্টাফ কোয়াটার শ্রমিক ইউনিয়ন লীগ নেতা শহিনের বেদখলে!
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
জামালপুরে গণপূর্তের সরকারি আধা পাকা স্টাফ কোয়াটার দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়ন লীগ নেতা জুবায়ের রহমান শাহিন(৬০) ও তার পুত্র ইসতিয়াকের বেদখলে রয়েছে।
অনুসন্ধানে জানা যায়,জামালপুর শহর জাতীয় শ্রমিক ইউনিয়ন লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের রহমান শাহিন শহরের পাথালিয়া হাফিজিয়া মাদ্রাসা সামনে গণপূর্তের আধাপাকা বাড়ির সরকারি স্টাফ কোয়াটার ১নং কক্ষ দীর্ঘ দিন ধরে জবরদখল করে রয়েছেন। গত ৫আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান আওয়ামী লীগের পতন হলেও এখনো কিভাবে শ্রমিক লীগের সক্রিয় সাংগঠনিক নেতা প্রশাসনের কার মদদে সরকারি স্টাফ কোয়াটার বেদখল করে রেখেছেন এই নিয়ে এলাকার সচেন মহলে প্রশ্ন উঠেছে।
রবিবার গণপূর্ত বিভাগের ওই সরকারি কোয়াটার সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্টাফ কোয়াটারে ১ নং কক্ষে বসবাস করছে শ্রমিকলীগ নেতা শাহিনের ছেলে ইসতিয়াক(২৩)। ইসতিয়াকের সাথে কথা হলে তিনি জানান, তার বাবার সাথে তার কোন সম্পর্ক নেই। তার বাবা কোথায়, তিনি সরকারি কোন পদে চাকুরী করেন এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, তার বাবা ঢাকায় থাকেন,সেখানেই চাকুরী করেন। কোন পদে কি চাকুরী করেন এই বিষয়ে তিনি কোন কিছুই জানেন না এবং তার বাবা সাথে কোন সম্পর্ক নেই বলেও জানান।
সরকারি চাকুরির না করেও আপনি(ইসতিয়াক) সরকারি স্টাফ কোয়াটারে কিভাবে থাকেন এই প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তবে তিনি জানান, দীর্ঘ দিন ধরে এই কক্ষটি পরিত্যাক্ত ছিল,অফিস ঘর এটি;আমি মেরামত করে এখানে থাকছি। তার বাবা এখন ঢাকায় থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, ইসতিয়াকের বাবা জুবায়ের রহমান শাহিনের আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে দীর্ঘ দিন ধরে লাইট গার্ডের চাকুরী ফাঁকি দিয়ে রাজনীতি করে এখনো সরকারি গণপূর্তের আধাপাকা বাড়ি জবর দখল করে বহাল তবিয়তে রয়েছেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর জুবায়ের রহমান শাহিন গা ঢাকা দিয়েছেন।