ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন প্রেমিকের বাড়িতে
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে।
ঘটনাটি উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের। জানা যায় ওই গ্রামের নাড্ডু মিয়ার ছেলে ৫ সন্তানের জনক শাহজাহান মিয়া (৬৫) পাশের জুকাকুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের বিধবা স্ত্রী ৩ সন্তানের জননী নুর জাহানের (৫০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ৮ মাস থেকে চলে আসছে তাদের প্রেমের সম্পর্ক। এ সময়ের মধ্যে শাহজাহান বিয়ের প্রলোভন দেখিয়ে নুর জাহানকে বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক মেলামেশাও করেছে। পরে ঘটনাটি এলাকাবাসির মধ্যে জানাজানি হয়ে গেলে নুর জাহানের ছেলেমেয়েরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। শেষে উপায়ান্তর না দেখে ১৫ মার্চ শনিবার সকালে নুর জাহান শাহজাহানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। অভিযোগ উঠেছে এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় একটি কুচক্রীমহল শাহজাহানের পক্ষাশ্রিত হয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা করছে।
শাহজাহানের বাড়িতে অবস্থান নেয়া বিধবা নুর জাহান জানান ৫০ হাজার টাকা দিয়ে আমাকে বিদায় করার প্রস্তাব দেয়া হচ্ছে। কিন্তু তার দাবি শহজাহান তাকে বিয়ে না করলে তিনি ওই বাড়ি থেকে বের হবেননা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান উভয়েরই সংসার ও নাতি-নাতনী রয়েছে। বিষয়টি বিবেচনায় এনে তিনি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান মহিলা ২ দিন আগে তার কাছে এসেছিলেন। তাদের মধ্যে মেলামেশার ঘটনা এলাকার বাহিরে হয়েছে। তাই যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকা সংশ্লিষ্ট থানায় মামলা করতে হবে।