রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রাসহ চোরাকারবারী গ্রেপ্তার
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪ দেশের বৈদেশিক মুদ্রাসহ (বাংলাদেশি টাকার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা) ১ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার বিকেল আড়াইটার সময় রাজবাড়ী জেলার পাংশা থানার শিয়ালডাঙ্গা এলাকা থেকে আসামি মো. ফিরোজ আলীকে ৪ দেশের বৈদেশিক মুদ্রাসহ (বাংলাদেশি টাকার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোরাকারবারী হলেন মেহেরপুর জেলা সদরের কুতুবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ ফিরোজ আলী (৪৩)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল-রাজীব পিপিএম (ক্রাইম এন্ড অপস ) তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এসআই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পাংশা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। ’