পোড়াহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গন ইফতার অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পোড়াহাটি ইউনিয়নের মধুপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোড়াহাটি ইউনিয়ন আমীর আকিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মুহাদ্দিস রবিউল ইসলাম,
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা সেক্রেটারি আলী আহসান, সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন,
ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন উর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে বাইতুল মাল সম্পাদক টিপু সুলতান,
ইসলামী ব্যাংকের ডাকবাংলা আরডিও শাখার ম্যানেজার হারুন উর রশিদ, শহর শিবির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন,
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাকিবুজ্জান,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন -ইউনিয়ন অফিস ও প্রচার সম্পাদক আনোয়ার সাইদ,টেক্সটাইল কলেজ শিবির সভাপতি হাবিবুল্লাহ, নূরানী ট্রেনিং সেন্টার ইউনিটের সভাপতি শাহিন আলম।
এ গণ ইফতার মাহফিলে ইউনিয়নের প্রায় ৪ হাজার মানুষ ইফতার করেন।