ধর্ষণের ভিডিও ধারণ, এরপর ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার তেরখাদা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মফিজ শেখ তেরখাদার হাড়িখালী এলাকার মো. নজরুল শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ গত অনুমান এক বছর আগে ওই গৃহবধূকে ধর্ষণ করে কৌশলে মোবাইলে ভিডিও করে। এরপর তাঁকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছিল।
সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই নিজ বাড়ি থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।