মহেশপুর আবারও জামায়াতের কর্মীদের উপর বিএনপির হামলা

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের মহেশপুরে আবারও জামায়াতের কর্মীদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। উপজেলার ভৈরবা বাজার হতে বিএনপি’র সমাবেশ থেকে ফিরে এসে শ্যামকুড় বস্তি মোড়ে এসে বিএনপির ১০-১২ জনের সন্ত্রাসী বাহিনী আনুমানিক সাড়ে পাঁচটার সময় জামায়াতের দুইজন কর্মীর চা দোকানে ঢুকে অতর্কিতভাবে হামলা করে। সে সময় তারা কাঠের বাটাম দ্বারা আঘাত করে। আর বলতে থাকে আজকে বিএনপির সমাবেশে গেলি না জামায়াতের সমাবেশে গেছিলি আজকে গেলি না কেন। তোর কোন বাবা আছে যে তোদের ঠেকাবে। বলেই বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে জামায়াত কর্মী মুন্নাফের মাথায় আঘাত করে। মাথা ফাটিয়ে দেয়। সারা শরীরে আঘাত করে ফুলা যুক্ত জখম করে। জামায়াত কর্মী আবুল কাশেমের হাতে আঘাত করে বাম হাতের কোপজির নিচে ভাঙ্গিয়া যায় এবং সারা শরীরে আঘাত করে ফুলা যুক্ত জখম করে। অতিসত্বর ওই সমস্ত সন্ত্রাসী বাহিনীর আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এরা সেই বিএনপি যারা মা সমতুল্য নারীদেরকে, শ্লীলতাহানি করে ও মারধর করে এবং নারীদের অলংকার হিজাব খুলে ফেলে। পুলিশ একজনকে গ্রেফতার করলেও একদিনের মধ্যেই তারা জামিনে মুক্তি পায়। বিএনপির নেতারা নারী নির্যাতনকারী আসামিদের ফুলের তোড়া গলায় দিয়ে থানার মধ্য থেকে নিয়ে যায়
এবং সমাবেশ করে। সমাবেশ শেষে তারা জামায়াতের কর্মীদের উপর আবারও হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *