হাসপাতাল থেকে দুই মাস বয়সী শিশু চুরি

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী সায়ান নামে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরবর্তীতে হাসপাতালের মূল ফটকের সামনে অবরোধ করেন ওই শিশুর পরিবারসহ স্থানীয়রা। ছোট্ট শিশু সায়ানকে হারিয়ে দিশাহারা পরিবারটি। সন্তান ফিরে পাওয়ার জোর দাবি পরিবারটির। এদিকে হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষ বলছে, সিসিটিভি ফুটেজ দিয়ে বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা করেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল রবিবার (৯ মার্চ) সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতির দুই মাস বয়সী সন্তান সায়ানকে। এ সময় হাসপাতালে অপরিচিত এক মহিলার সঙ্গে পরিচয় হয় ওই দম্পতির। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ওই অপরিচিত মহিলাটি সুযোগ বুঝে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু সায়ানকে চুরি করে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে অজ্ঞান অবস্থায় রয়েছে শিশু সায়ানের মা। স্বজনরা বলছেন, সকাল থেকেই অপরিচিত মহিলাটি তাদের সঙ্গে মিশতে থাকে। একপর্যায়ে ইফতারের আগে সায়ানের মা ও তার নানি তাকে রেখে বাথরুমে যায়, পরে এসে দেখেন বেডের মধ্যে নেই সায়ান। ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশসহ স্থানীয়রা মিলে দেখা শুরু করে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায়- কালো বোরকা পরা এক মহিলা চুরি করে নিয়ে যাচ্ছে শিশু সায়ানকে, যা দেখে চিনতে পারে তার পরিবারের স্বজনরা। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাচ্চা উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *