সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর, সম্পাদক সোহাগ নির্বাচিত

আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রো স্ট্যান্ড মাঠে ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভায় এক বছরের জন্য দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে সভাপতি ও দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, ওসি এস এম মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজল হক টিকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বারী, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ রাজনৈতিক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন স্তরের মানুষ। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি আমিনুল ইসলাম (কান্ট্রি টুডে), যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন (মানব জমিন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক এরশাদ আলী ছানোয়ার (কালবেলা), অর্থ সম্পাদক শফির উদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেন (দৈনিক সময়ের কাগজ), সদস্য হুমায়ুন আহমেদ (বিশ্ব মানচিত্র), সামিদুল ইসলাম (বাংলাদেশ সময়) ও সম্মানিত সদস্য নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *