মহিলা জামায়াতের আন্তর্জাতিক নারী দিবস পালন সভায় বিএনপি কর্মীদের হামলার অভিযোগ
সাইফল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি-
আন্তর্জাতিক নারী দিবস পালনের সভায় জামায়াতের মহিলা সদস্যদের উপর হামলার অভিযোগে মহেশপুরে সংবাদ সম্মেলনে করা হয়েছে।
গতকাল ৯মার্চ দুপুর ২.৩০মিনিটে জামায়াতের নির্যাতিত মহিলা সদস্যরা মহেশপুর ডাকবাংলোয় সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মহেশপুর উপজেলা শাখার আমির মোঃ ফারুক হোসেন।তিনি বলেন মহেশপুর উপজেলার জামায়াতে ইসলামী’র মহিলা সদসদ্যরা বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লা পাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়ীতে সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস পালনের সভা করছিল।
এ সময় ঝুমুর নামক এক ব্যাক্তির নেতৃত্বে কয়েকজন আলোচনা সভায় হামলা করে এবং ভৈরবা পশ্চিমপাড়ার সালেহা বেগম(৩৫ কে সভার স্থান হতে টেনে রাস্তায় এনে শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়। অন্যান্যদের মধ্যে আল আমিন,সোহেল ও সাহেব আলী সহ বেশ কয়েকজন মহিলা কর্মীদের মারধর করে বলে অভিযোগ করা হয়। আক্রমনকারীরা সকলেই বিএনপি’র কর্মী বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। এ সময় কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আব্দুল হাই, মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ,অফিস সেক্রেটারী লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এ ব্যপারে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।