বটিয়াঘাটা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মুল্যে ডিম ও দুধ বিক্রয়ের শুভ উদ্বোধন।

সেখ রাসেল​, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টার সময় স্থানীয় পরিষদ চত্বরে চলমান রমজানে ডিম ও দুধের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ৩রা (৪ মার্চ) থেকে ১৫ই রমজান (১৯ মার্চ) পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হবে। ১১পিস ডিমের মূল্য ১০০ টাকা ও ১কেজি দুধ ৭০ টাকা করে বিক্রয় করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি, সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ তরিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে, উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কার মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বটিয়াঘাটা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এজাজুর রহমান শামীম, সাংবাদিক কবির আহমেদ খান, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন সুমন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা তানভীর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *