শার্শায় পৃথক বজ্রপাতে নিহত ১ আহত ৩
বেনাপোল-শার্শা,প্রতিনিধি: শার্শায় পৃথক বজ্রপাতে আনোয়ারা খাতুন (৩৬) নামে এক গৃহবধু নিহত হয়েছে। সে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া (ফকিরতলা) গ্রামের আবু তালেবের স্ত্রী। সোমবার বিকাল সাড়ে ৫ টায় গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সময় আকস্মিক বজ্রপাতে এ ঘটনা ঘটে। এ সময় আরো ৩ আহত হয়েছে।
আহতরা হচ্ছে- গোড়পাড়া (ফকিরতলা) গ্রামের মফিজুর রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৩৪), আমতলা- গাতিপাড়া গ্রামের হাসান আলীর কন্যা জলি খাতুন (১১), একই গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী রেবেকা খাতুন (৪৫)। এবং এ ঘটনায় ৪ টি ছাগল মারা গেছে বলে জানা গেছে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুলবুল জানায়, সোমবার বিকাল সাড়ে ৫ টায় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে আনোয়ারা খাতুন ও তাসলিমা খাতুন মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা স্থলে দু’জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আনোয়ারা খাতুনকে মৃত ঘোষনা করে।
অপর দিকে, একই সময় উপজেলার আমতলা-গাতিপাড়া গ্রামের হাসান আলীর কন্যা জলি খাতুন (১১) ও একই গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী রেবেকা খাতুন বৃষ্টি হওয়ার সময় ঘরের বারান্দায় বসে ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা স্থলে দু’জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে।