বিনামূল্যে স্বাস্থ্য সেবা , বেনাপোলে ১০০০ বৃদ্ধ নারীপুুরুষকে হেলথ কার্ড বিতরন।

বেনাপোল প্রতিনিধি:ষাট উর্দ্ধ ১০০০বৃদ্ধ নারীপুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ই হেলথে কার্ড বিতরন করলেন-প্রধান মন্ত্রীর কার্য্যালয়ের (এটু আই প্রগ্রাম)মহাপরিচালক (প্রশাসন)কবির বিন আনোয়ার। রবিবার সকালে তিনি বেনাপোল পৌরসভার কনফারেন্স রুমে এক উদ্ভোধনী অনুষ্ঠানে এ ঘোষনা দেন এবং হেলথ কার্ড বিতরন করেন। প্রধান অতিথিকে ফুল ক্রেষ্ট ও উত্তেরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। প্রধান অতিথি এদিন পৌর এলাকার স্কুল মাদ্রাসা,কলেজ পড়–য়া শিক্ষার্থী ও বেকার যুবকদের মধ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষনের জন্যে পৌর আইটি কর্নারের শুভ উদ্ভোধন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ সেরা পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ,খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার(যুগ্ন সচিব)ফারুক হোসেন,উপজেলা নির্বাহি অফিসার এটিএম শরিফুল আলম,এসিল্যান্ড আরিফুজ্জামান,বেনাপোল প্রেসক্লাব সভাপতি মহাসিন মিলন,সম্পাদক বকুল মাহবুব সহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা পৌর নাগরিকেরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, স্বল্প সময়ে নাগরিক সর্বোচ্চ সেবা সহ পৌর শহর বেনাপোলকে সাজানো হয়েছে নব সাজে। ই সেবা-শিক্ষা,স্বাস্থ্য,বয়স্ক কার্ড,নিরাপদ পানি,সড়ক,দৃষ্টিনন্দন ফুট পথ, সড়ক বাতি, সেনিটারী,স্পট কর্নার নারী কর্নার সহ মানুষের বিভিন্ন মৌলিক দিকের ব্যাপক উন্নিতি হয়েছে। স্বপ্নের শহর হতে চলেছে বেনাপোল। সরেজমিনে দেখে বেনাপোলকে মডেল ও ডিজিটাল পৌরসভা হিসাবে উল্লেখ করেন তারা। পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন,পৌর নাগরিকদের সেবা ও লালিত স্বপ্ন্ বাস্তবায়নে পৌরবাসি সহ সংশ্লিষ্ট দফতর ও প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার ও আহব্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *