ওএসডি পুলিশদের নিয়মিত উপস্থিতির নির্দেশ
বিশেষ প্রতিনিধি:
বিসিএস (পুলিশ) ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা কর্মকর্তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নিয়মিত উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, জননিরাপত্তা বিভাগের গত বিসিএস (পুলিশ) ক্যাডারের যেসব কর্মকর্তাকে ওএসডি হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে, তাদের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপূর্বক সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ১৫ নওয়াব আব্দুল গনি রোড, ঢাকা-১০০০ বরাবর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন।