মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান
প্রধান প্রতিবেদক
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ‘মেজর সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এটি উদ্বোধন করা হয়। টেকনাফ বাহারছড়া শামলাপুরে মেরিন ড্রাইভের পুলিশ চেকপোস্টে স্মৃতিফলকটি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনের সময় আরর উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এ ছাড়া সেনাবাহিনী ও বিজিবি এবং র?্যাবের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন।