খুলনা জেলা জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সম্মেলন

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। জামায়াতে ইসলামী শুধু জামায়াতের কর্মীদের ভালোবাসে না সমগ্র দেশের মানুষকে ভালোবাসে, শুধু মুসলিমদের ভালোবাসে না সকল ধর্মের মানুষকে ভালোবাসে। এটাই জামায়াতে ইসলামী। মানুষ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চেয়েছে কিন্তু আল্লাহ তায়ালা তাকে দেশত্যাগে বাধ্য করেছেন। ইতিহাস কোন জালেমকে ক্ষমা করে না। ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারে না। তাদের নিকৃষ্ট পতন হয়। পুলিশের আতঙ্কে আমাদের গাড়ির জানালা বন্ধ করে চলতে হতো। কিন্তু আল্লাহ তায়ালা আজ তাদেরকে বিতাড়িত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড আমীর/সভাপতি সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। এ সময় জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে খুলনা মহানগরী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলস্থ মহানগরী ও জেলার নিজস্ব কার্যালয় চত্বরে রেজিস্টার ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, জেলার সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলার আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলার সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল সহকারী পরিচালক খাঁন গোলাম রসুল, অঞ্চল টিম সদস্য আল ফিদা হোসেন, আজিজুর রহমান, আব্দুল খালেক হাওলাদার, মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, জেলা সহ-সভাপতি আলী আকবার মোড়ল,

মাওলানা শেখ কামাল হোসেন, আল আমিন গোলদার, মহানগরী সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বুলবুল কবীর, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ। এছাড়াও শ্রমিক নেতা অধ্যাপক শাহনুল ইসলাম, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, মাওলানা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, শিহাব উদ্দীন শেখ, মাওলানা সাইফুল ইসলাম, আনিসুর রহমান, কামরুল ইসলাম, আবুল কামাল শেখ, আসলাম শিকদার, নুরুল হক, সরদার আব্দুল ওহিদ, রনি শেখ, খান মাহবুবুর রহমান জুনায়েদ, মুরাদ সোহাগ, কামাল হোসেনসহ মহানগরী ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমিক। তাদের সমস্যা দুনিয়াবি কোন মতবাদ দিয়ে সমাধান সম্ভব হবে না। প্রতিটি মতবাদের ত্রুটি রয়েছে। শ্রমিকসহ সমাজ-রাষ্ট্রের এই সমস্যার সমাধান কেবল মাত্র আল কুরআনে নিহিত রয়েছে। আল্লাহর বিধান ছাড়া দুনিয়ার কোন সমস্যার সুষ্ঠু সমাধান হবে না। তিনি বলেন, ‘আল্লাহ মানুষকে সকল প্রাণীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ যে কাজই করুক তার সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। সুতরাং সমাজ-রাষ্ট্রেকে কোন পদে আসীন এটা আল্লাহর কাছে বিবেচ্য হবে না। বরং যারা নিজেদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হবে। আজকে যারা মেথরের কাজ করছে তাদেরকে সমাজে খুব নিম্নভাবে উপস্থাপন করা হয়। অথচ মেথর ভাইয়েরা যদি এক দিনের জন্য তাদের কাজ বন্ধ করে দেয় তাহলে এই শহর-বন্দর অচল হয়ে যাবে। শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ কাজটি যারা যুগের পর যুগ করে যাচ্ছে তারা অবহেলিত থেকে যাচ্ছে। এভাবে আরো অসংখ্য কাজ আছে। অসংখ্য শ্রমিক আছে যাদের কাজের মূল্যায়ন আমরা করি না। আমাদেরকে এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আল্লাহ তায়ালার বিধান পূর্ণভাবে অনুসরণ করতে হবে। তাহলে সমাজ-রাষ্ট্রে প্রকৃত শান্তি নেমে আসবে। মানুষে মানুষে ভেদাভেদ দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *