ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনায় কবলিত, নিহত ১ জন
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়ার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং স্থানীয় জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা
বরযাত্রীবাহী মাইক্রোবাসটি টাঙ্গাইল শহরে উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া ইসলামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইলগামী একটি ইট বোঝাই ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা বরযাত্রীদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়৷ পরে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মাসুদ খান বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে৷