বটিয়াঘাটার গঙ্গারামপুরে জামায়াতে ইসলামীর ইফতার সামগ্রী বিতরণ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা বটিয়াঘাটা গঙ্গারামপুর ইউনিয়ন জামায়াত ইসলামের অফিসে গত সোমবার সন্ধ্যায় ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ ওমর ফারুক। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত খুলনায় ১ আসনের নমিনী এমপি পদপ্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ও মজলিসে শুরা সদস্য মাহবুব মিলন, বটিয়াঘাটা থানা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, খুলনা জেলা শ্রমিক কল্যাণের সহ-সাধারণ সম্পাদক আলামিন গোলদার, বটিয়াঘাটা থানা সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, বটিয়াঘাটা থানা শ্রমিক কল্যাণ সভাপতি ফিরোজ আহমেদ, ৩নং ইউনিয়ন সেক্রেটারি রোকনুদ্দিন ৪ নং ইউনিয়ন সেক্রেটারি মহাব্বাত আলী খান, বটিয়াঘাটা ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম। আলোচনা সভা শেষে শতাধিক অসহায় লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।