আদমদীঘিতে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ২৫০ গ্রাম গাঁজাসহ শাহিনুর ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাহিনুর ইসলাম উপজেলার ধনতলা গ্রামের ইবাদত আলীর ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধনতলা মধ্যপাড়া গ্রামের ওই বক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়।