১০ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক: কেএমপি
এম এ জলিল বিভাগিয় পতিনিধি খুলনা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে পিকচার প্যালেস মোড়ে বিশেষ অভিযনি পরিচালনা করে ১) আল আমিন (৩০), পিতা-মৃত: আব্দুস সালাম, সাং-দারোগারভিটা, থানা-লবণচরা, এ/পি সাং-আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) আল মামুন@আজগর (২৫), পিতা-মোঃ মোসলেম হাওলাদার, সাং-পাতা বাড়িয়া কালিকাবাড়ী বাজার, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, ৩) হাবিব তালুকদার (২২), পিতা-মোঃ শাহিন তালুকদার, সাং-পূর্ব বিল পাবলা রাজবাঁধ, থানা-আড়ংঘাটা এবং ৪) নিতাই বাড়ৈই (২৫), পিতা-মনরঞ্জন বাড়ৈই, সাং-পিলজংগা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদেরকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক ও ১ টি কাভার্ড ভ্যানসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।