নগরীতে চোরাই স্বর্ণ-রৌপ্যের অলংকারসহ ১ চোর গ্রেফতারঃ কেএমপি

এম এ জলিল বিভাগিয় পতিনিধি খুলনা।
খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক টিম গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন দেয়াড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে থানার মামলা নং-১৯, তাং-২২/০২/২০২৫, ধারা-৪৫১/৩৮০ পেনাল কোড এর আসামী রজিনা আক্তার(৪২), স্বামী-মোঃ রেজা শেখ, সাং-দেয়াড়া কলোনী, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকে গ্রেফতার করে। তার হেফাজত হতে চোরাই ১ টি স্বর্ণের চেইন, ৭টি স্বর্ণের নাকফুল, ১ জোড়া স্বর্ণের প্রলেপ দেওয়া ব্রঞ্জের চুড়ি, ২টি রুপার পয়সা, ২ টি রুপার চেইন, ১ রুপার ব্রেসলেট, ৭ টি রুপার নুপুর, ৪টি রুপার আংটি এবং নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *