হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

ওসমান হারুনী,জামালপুর:
হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর,মুফতি ফরিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার নবগঠিত সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিত সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সিরাজী, সিনিয়র সহসভাপতি মুফতি ওমর ফারুক ও হাফেজ ফয়জুর রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম,
সহসভাপতি হাফেজ মাকসুদুর রহমান,
সহসভাপতি কাজী আমিনুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার নবগঠিত কমিটিরসাধারণ সম্পাদক মাওলানা আইয়ূব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হিদায়েতুল্লাহ রাহমানী যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মো:জামিল,
সাংগঠনিক সম্পাদক মুফতি আখতারুজ্জামান আনসারী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আল আফিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,সদস্য জুলফিকার আলী সহ অনেকেই বক্তব্য রাখেন। পরিচিত সভাপতি সঞ্চালনা করেন মুফতি হিদায়াতুল্লাহ রাহমানী ও মুফতি জামিল।
এসময় বক্তারা বলেন, কমিটির গঠনের পর দীর্ঘ
১৫ বছর পরে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হচ্ছে।
অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম গঠন করা হয়েছে সমাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ ইসলামকে সমুন্নত রাখার জন্য। তাই যে কোন অন্যায় অবিচার ও বাতিলের বিরুদ্ধে ডাক আসলে আমাদের প্রতিবাদ করতে এগিয়ে আসতে হবে। ওলয়ামায় কেরাম একমাত্র আল্লাহ ছাড়া কাওকে ভয় পায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *