ধামরাইয়ে যুবদল নেতাকে হত্যা, জড়িত সন্দেহে আটক ২
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
সাভারের ধামরাইয়ে যুবদল নেতা ও তিন বারের ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫০) স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঢাকা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন অনিক (২৮) ও শয়ন (২২)। জানা গেছে, তারা দুজনই এজাহার ভুক্ত আসামি। এদের মধ্যে অনিককে মানিকগঞ্জের সিঙ্গাইর থানা এবং শয়নকে ধামরাইয়ের কুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা গ্রামে প্রকাশ্যে স্ত্রী ইয়াসমিন আক্তারের সামনে যুবদল নেতা বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বাবুল বড় কুশিয়ারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবংকুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিন বারের ইউপি সদস্য ছিলেন।
এদিকে এ ঘটনায় বাবুল হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।