সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের নুতন ম্যানেজিং কমিটির সভাপতি মনির ইসলাম

সেখ রাসেল, ব্যুারো চিফ, খুলনা।
সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মনির ইসলাম।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয়ের পরিদর্শক ডাক্তার মোঃ কামরুজ্জামান এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেন। গত ইংরেজি ০৩/০২/২৫ তারিখের ৬/৩৭৯২/৩৭১১.৪০৪১৫০১.০১.৬.২০.১৯৯৫৭ নং স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর প্রবিধান মালা ২০২৪ এর প্রবিধান ৬৪ উপ-প্রবিধান (১) এর অধীন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন সুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লিখিত পত্র পাঠান। উক্ত কমিটিতে মোঃ মনির ইসলাম কে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়া হয়।

মনির ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটার অন্তর্গত সুবখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার প্র-পিতামহ মরহুম খবির উদ্দিন আহমেদ বৃটিশ আমলে প্রতিষ্ঠিত সুরখালী ইউনিয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা পঞ্চায়েত প্রধান ও পরবর্তিতে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে একাধিকক্রমে ৩৬ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তারপর তার পিতামহ মরহুম আফছার উদ্দিন আহমেদ সুরখালী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তৎকালীন বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, অনাড়ম্বর জীবন যাপন কারী। বৃটিশের লোভনীয় চাকুরী অবহেলা করে দীর্ঘ ২৮ বছর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি তৎকালীন খুলনা জেলা বোর্ডের সদস্য এবং খুলনা জজ কোর্টের জুরী বোর্ডের অন্যতম সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তারপর মোঃ মনির ইসলামের একমাত্র চাচা মরহুম নুরুল ইসলাম সুরখালী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন।পরবর্তিতে তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তৎকালীন থানা উন্নয়ন কমিটির চেয়্যারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ সালে সুরখালী সাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মনির ইসলামের পিতা মোঃ আমিরুল ইসলাম বর্তমানে কল্যানশ্রী দক্ষিনপাড়া ছত্রবিলা জামে মসজিদ ওয়াকফ এস্টেটের অফিসিয়াল মোতাওয়াল্লী ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ৪ ভাই বোনের মধ্যে মোঃ মনির ইসলাম বড়। ছোট ভাই পনির ইসলাম অস্ট্রেলিয়া প্রবাসী। বড় বোন পিয়া ইসলাম একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুল ঢাকাতে শিক্ষাকতা করছেন, ছোট বোন হিয়া ইসলাম স্ব-পরিবারে ওমান প্রবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *