খুলনায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে কোস্ট গার্ড
এম এ জলিল বিভাগিয় পতিনিধি খুলনা
খুলনায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে কোস্ট গার্ড
খবর বিজ্ঞপ্তি
খুলনার খান জাহান আলী টোল প্লাজা (রুপসা সেতু) এলাকায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ০১ জন ব্যক্তির ব্যগ তল্লাশী করে ০১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ মিলন (৩৫) একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার বাসিন্দা। জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।