বটিয়াঘাটায় মাদক ডিলার ইমরানের বিরুদ্ধে গৃহ বধু ধর্ষণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
বটিয়াঘাটায় মাদক ডিলার ইমরানের বিরুদ্ধে গৃহ বধু ধর্ষণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানব বন্দন অনুষ্ঠিত হয়। গত ১৭/০২/২৫ তারিখ দিন রাত্র ০২ টার পরে চক্রাখালী (আসাবুর নগর)এলাকার রুস্তম খাঁর স্ত্রী মারিয়া বেগম (১৯) কে গজালমারী এলাকার ২২ টির অধিক মামলার আসামী মাদক ডিলার ইমরান হাওলাদার ধর্ষণ করে। এমন জঘন্য কাজের সংকট জন্য এলাকা বাসি ক্ষিপ্ত হয়ে ধর্ষকের ফাঁসির দাবিতে ১৮/০২/২৫ তারিখ বিকালে বটিয়াঘাটা সদরে বিক্ষোব মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ বিষয় গৃহ বধুর স্বামী সাব্বির খাঁ বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার সুত্রে জানাজায়,গৃহ বধুর স্বামী একজন জেলে সে প্রতিদিনের ন্যায় গত ইং-১৭/০২/২০২৫ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় তার স্ত্রী মোছাঃ মারিয়া বেগম (১৯) কে ঘরে রেখে ঘেরে মাছ ধরার জন্য বাহির হয়। আসামী মোঃ ইমরান হাওলাদার (৩৫), পিতা-বজলু হাওলাদার, সাং-গজালমারী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা সহ সে একত্র হয়ে মাছের ঘেরে মাছ ধরতে যায়। বাদীর স্ত্রী মোছাঃ মারিয়া বেগম ঘরে একা থাকে। মাছের ঘেরে বাদী সহ সঙ্গীয় মামুন, আকাশ ও আসামী ইমরান হাওলাদার একত্রে মাছ ধরিতে থাকে। ইং-১৮/০২/২০২৫ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় আসামী ইমরান হাওলাদারকে তাদের সাথে মাছের ঘেরে দেখতে পায় না। ঐদিন রাত অনুমান ০৪.০০ ঘটিকার সময় আসামী ইমরান হাওলাদার পুনরায় বাদীর সাথে একত্র হয়ে মাছের ঘেরে মাছ ধরতে আসে। কোথায় গিয়ে ছিলো বাদী তাহাকে জিজ্ঞাসা করিলে আসামী ইমরান হাওলাদার বাদী বলে পাশের ঘেরে মাছ ধরতে ছিলাম। সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বাদী বাড়ীতে গেলে তার মামা শ্বশুর মোঃ শামীম শেখ ও স্থানীয় অনেক লোকজন তার বাড়ীতে দেখতে পায়। তখন সে জানতে পারে আসামী ইমরান হাওলাদার তাকে মাছ ধরার কাজে ব্যস্থ রাখিয়া রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় তার বসত ঘরের জানালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে তার স্ত্রীকে জোর করে তাহার ইচ্ছার বিরুদ্ধে ঘরের পশ্চিম পাসের রুমের খাটের উপর শোয়াইয়া ধর্ষণ করে। বাদীর কাছে কোন মোবাইল ফোন না থাকায় তার স্ত্রী তাৎক্ষনিক ঘটনাটি বাদীকে জানাতে না পারিয়া তার মামা শ্বশুর মোঃ শামীম শেখকে জানায়।