শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের এক নেতা আটক
জাহাঙ্গীর হোসেন আহমেদ, শেরপুর : শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে নকলা থানা পুলিশ।
১২ ফেব্রুয়ারি বুধবার রাতে টালকী ইউনিয়নের বাজিতবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া আজগর আলী (৪৮) স্থানীয় মন্নাছ আলীর ছেলে ও টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান আটক হওয়া আজগর আলী ২০২৪ সনের ৪ আগষ্ট তারিখে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার (মামলা নম্বর-৬, তারিখ-১২/১২/২০২৪ ইং) সন্দিগ্ধ আসামী। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।