“অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানঃ কেএমপি
খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। সারাদেশব্যাপী শুরু হওয়া “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে খুলনা মহানগরীতেও অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ নগরীর খুলনা এবং সোনাডাঙ্গা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে খুলনা মহানগর পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। নগরবাসী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নব উদ্যমে শুরু করা এই কার্যক্রমকে সাধুবাদ জানান। চলমান অপারেশনের মাধ্যমে পুলিশ ও জনতা মিলে খুলনা মহানগরীকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং মুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।