টাঙ্গাইলে মৃত গরুর মাংস বিক্রি করায় দুই কসাইকে গণধোলাই ও দোকান ভাংচুর
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকায় সুপারি বাগান মোড়ে মৃত গরুর মাংস বিক্রি করায় এক কসাইকে গণধোলাই দিয়েছে সাধারণ জনগন।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে বিশ্বাস বেতকা সুপারী বাগান ওয়ালটন মোড়ে এ ঘটনা ঘটে।
এসময় পৌর এলাকার ভাল্লুককান্দি এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার ও লালচান মিয়ার ছেলে নুর মোহাম্মদ নামে দুই কসাইকে স্থানীয়রা গণধোলাই দেয়।পরে দোকানটি ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।
টাঙ্গাইল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল বলেন,আমরা স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি পুলিশের সহযোগিতা নিয়ে। দুই কসাইকে অফিসে নিয়ে আসা হয়ছে পরে তদন্ত করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। তবে বিশ্বাস বেতকা এলাকার পাশান শেখের ছেলে দেলোয়ার হোসেন দোকান মালিক পলাতক রয়েছে