শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীর হোসেন আহমেদ, শেরপুর : শেরপুরে ধানখেতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কৃষক এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।
১২ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে।
মৃত ব্যাক্তিরা হলেন স্থানীয় আব্দুল লতিফের ছেলে কৃষক আকরাম হোসেন (৪৫) এবং সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৩)।
স্থানীয় সূত্রে জানা যায় আকরাম হোসেন বুধবার সকাল ৯টার দিকে হানিফ উদ্দিনকে সাথে করে বোরোধানখেতে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি দিতে যায়। কিন্তু পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে পাম্পটি বিদ্যুতায়িত হয়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন আকরাম। পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় হানিফ। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।