ইসলামপুরে কনিকা হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবীতে ভোক্তভোগীর সংবাদ সম্মেলন
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে স্বামী ও তার শশুর বাড়ির লোকজন যৌতুকের দাবীতে অমানুষিক নির্যাতন করে কনিকা নামে এক গৃহবধুকে হত্যার প্রতিবাদ ও হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ভোক্তভোগী পরিবার নিহত কনিকার বাবা জুয়েল মন্ডলের ব্রহ্মত্তর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কনিকার বাবা প্রবাসী জুয়েল মন্ডল ও তার স্ত্রী অভিযোগ করেন, গত ৩বছর আগে ২০২২ইং সালে একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের সোলাইমানের ছেলে নুর ইসলামের সাথে তার মেয়ে কনিকা(১৯)এর বিবাহ হয়। বিয়ের তার মেয়েকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল তার স্বামী সহ শশুর বাড়ির লোকজন। এর মধ্যে তাদের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের তিন মাস পরে ২৫-১০-২৪ইং তারিখে বিকালে তার স্বামী নুর ইসলাম তার নিজ বাড়িতে পরিবারের লোকজন মিলে কণিকাকে শ্বাসরোধ করে হত্যা করে।
আমি বিদেশে থাকা অবস্থায় জানতে পারি আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি বিদেশ থেকে এসে থানায় অভিযোগ করলে তারা আমার অভিযোগের কর্ণপাত না করে আমার আমার ছোট ভাইয়ের নিকট কাগজে স্বাক্ষর নিয়ে হত্যাকে অপমৃত্যু বলে চালিয়ে দেয়। পরে আমার স্ত্রী খুকি বেগম জামালপুর কোর্টে ঘাতক স্বামী নুর ইসলামকে প্রধান আসামি করে ঘটনার সাথে জড়িত তার পরিবারে ছয়জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর
ঘটনার ৪মাস অতিবাহিত হলেও মামলার কোন অগ্রগতি বা হত্যা মামলার আসামিরা কেও গ্রেফতার হয়নি।
তাই সংবাদ সম্মেলন মাধ্যমে ভোক্তভোগীরা আইন প্রয়োগকারী সংস্থার নিকট উক্ত ঘটনার সঠিক তথ্য উদঘাটন করে যৌতুকে বলি কনিকা হত্যা সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ঘটনাটি নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়। পরবর্তীতে বাদিরা আদালতে মামলা করলে আদালতের আদেশ ক্রমে থানায় মামলা নং ২৪,তারিখ ২৮/১১/২৪ইং একটি মামলা রেকর্ড করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।