বটিয়াঘাটার কিসমত ফুলতলায় ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি জবর দখলের অভিযোগ জেএমআই গ্যাস কোম্পানির বিরুদ্ধে
সেখ রাসেল, জেলা প্রধান, খুলনা
খুলনার বটিয়াঘাটা কিসমত ফুলতলা জেএমআই গ্যাস কোম্পানি সরকারি রাস্তা ছিদ্র করে পাইপ বসানোর অভিযোগ উঠেছে।
জেএমআই গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রাজ্জাক বরাবরে প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়, কিসমত ফুলতলা মৌজার ভিপি ২৩/৯০ নং কেসের এসএ ১৯ খতিয়ানভুক্ত ১৫২, ১৫৩ নম্বর দাগে ৩.৭৩ একর জমি বাংলা ১৪৩০ সাল পর্যন্ত জেএমআই গ্যাস কোম্পানির অনুকূলে ইজারা প্রদান করা হয়েছিল। লিজের শর্তভঙ্গ করায় ১৪৩১ সনে ইজারা নবায়ন করা হয়নি। গত ২ ফেব্রুয়ারি প্রেরিত নোটিশে ৩ কার্যদিবসের মধ্যে সীমানার বেড়াসহ অবৈধ স্থাপনা অপসারণপূর্বক জমি সরকারের অনুকূলে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। তাছাড়া সহকারি কমিশনার (ভূমি) কর্তৃক প্রেরিত নোটিশে সরকারি জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ দিলেও পালন করা হয়নি।