ময়মনসিংহের নয়নপুর গ্রামের নদী থেকে এক নারির ভাসমান লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকার মল্লিক বারি ইউনিয়ানের নয়নপুর গ্রামের নদী থেকে উদ্ধার করা হয় এক নারির ভাসমান লাশ
ঐ লাশটি নদীতে ভেসে যাওয়ার সময় এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় । পুলিশ লাশটি উদ্ধার
করে মর্গে পেরোন করে।