না ফেরার দেশে চলে গেলেন নালিতাবাড়ীর সাংবাদিক সোহাগ
জাহাঙ্গীর হোসেন আহমেদ, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধি এবং প্রেসক্লাব নালিতাবাড়ীর সহসভাপতি মাহফুজুর রহমান সোহাগ (৪৫) সোহাগ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে কিডনি বিকলসহ নানাবিধ শারিরিক সমস্যায় ভুগছিলেন সোহাগ। ৪ ফেব্রুয়ারি মঙলবার সন্ধ্যায় তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান সোহাগ। পরে ৫ ফেব্রুয়ারি বুধবার বাদ জহুর নালিতাবাড়ী পৌরশহরের শাহী জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে শাহী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে সোহাগ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শেরপুরের গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।