চাঁদা না দেওয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠী প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার(২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।

নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। নিহতের মামা রেজাউল করিম জানান, পূর্ব শক্রুতার জেরে ওই এলাকার পান্নু খান ছেলে নাজমুল হাসান খান দাড়ালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী নজরুল মোল্লা ও নিহতের মামা রেজাউল করিম জানান, গত উপজেলা নির্বাচনের সময় ইন্দ্রপাশা এলাকার মো. পান্নু খানের ছেলে মো. নাজমুল হাসান (২৮) সঙ্গে বাশারের বিভেদ ছিল। তার জের ধরে বাশারের কাছে নাজমুল টাকা চাঁদা দাবি করে আসছে কয়েকদিন ধরে। সন্ধ্যার সময় দক্ষিণ সাউথপুর ৬৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শুক্কুরের চায়ের দোকানে বসে আবুল বাশার চা খেয়ে দোকান থেকে বের হয়ে রাস্তায় বসে মোবাইলে কথা বলে হঠাৎ বাইকে করে নাজমুল এসে বাশারের কাছে টাকা চাইলে বাশার টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বাশার চিৎকার করে দৌড় দিয়ে শুক্কুরের দোকানে ওঠে মাটিতে লুটিয়ে পড়ে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, কি কারণে রাজমিস্ত্রীকে হত্যা করেছে তা তারা এখনো জানতে পারেননি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *