ভোলাহাট প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন সাংবাদিক সাদিকুল মার্শালের জানাযা ও দাফন সম্পন্ন!
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত সদস্য সিনিয়র সাংবাদিক সাদিকুল ইসলাম মার্শালের জানাযা ২ ফেব্রুয়ারী ২০২৫ রোববার সকাল ১০টায় গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গোরস্থান প্রাঙ্গণে জানাযা ও সেস্থানেই দাফন সম্পন্ন হয়েছে।
এ সময় ভোলাহাট উপজেলার সংবাদকর্মী-মইনুল ইসলাম, শরিফুল ইসলাম শরীফ, গোলাম কবির, কায়সার আহমেদ, শাহ্ কবির, আমিনুল ইসলাম ও প্রেসক্লাব পিওন শামসুজ্জামান গরিবুল উপস্থিত ছিলেন। তিনি ১ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার বেলা সাড়ে ১২টায় দিকে ঢাকার গাজীপুর কাশ্মীরপুরের ভাড়া বাসায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহী………..রজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৩) বছর। তিনি স্ত্রী ১ছেলে ও ১মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী এবং তাঁর কর্ম জীবনের অসংখ্য সহকর্মী বন্ধু রেখে যান।
তাঁর মৃত্যুতে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ সকল সাংবাদিক সদসগণ দাফন শেষে মৃতের পরিবারের সাথে দেখা করে বিভিন্ন সান্ত্বনামূলক পরামর্শ ও সকল সাংবাদিক তাদের প্রতি সাহায্য-সহানুভূতি করার আশ্বাস প্রকাশ করেন ও মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকশন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত সাদিকুল ইসলাম মার্শাল ভোলাহাট প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে কোষাধ্যক্ষ পদে ও পরে সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। পরে তিনি জীবিকার তাগিদে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করতেন রাজধানী ঢাকায়। তিনি পরিবার নিয়ে ঢাকা গাজীপুর কাশ্মীরপুর এলাকায় বসবাসরত ছিলেন।
তিনি ভোলাহাট থেকে দীর্ঘদিন ধরে রাজশাহীর দৈনিক লাল গোলাপ’র ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঢাকার সাপ্তাহিক অপরাধ দমণ পত্রিকার ব্যুরো প্রধান কাজ করেছেন। তিনি ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর ৩ উপজেলা নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিল এর প্রতিষ্ঠালগ্ন সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্যগণ মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকার্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাদিকুল ইসলাম মার্শাল’র জানাযায় উপস্থিত সকল গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের দৃশ্য এবং মৃতের ছবি।