চুয়াডাঙ্গায় এটিএন বাংলার নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুরের গাড়ী আটক; প্রায় ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় থ্রি-পিস উদ্ধার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ ( ডিবি) সদস্যরা এটিএন বাংলার নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুরের একটি নীল রঙের ভক্সওয়াগন প্রাইভেট কার আটক করে। এর পর তাতে তল্লাশী করে ভারত থেকে অবৈধ ভাবে আনা প্রায় ৪ লাখ টাকার থ্রি-পিস পাওয়া যায়। চুয়াডাঙ্গা ডিটেকটিভ ব্রাঞ্চ ( ডিবি)’র অফিসার ইনচার্জ ফারুক জানান, গোপনে খবর পেয়ে আজ সোমবার বেলা ১১টার পর তার নেতৃত্বে একটি ডিবি’র দল চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্টান্ডের কাছে অবস্থান নেয়। এ সময় ভারত সীমান্তবর্তী দর্শনা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো গ-২১-১০৬৫) একটি নীল রঙের ভক্সওয়াগন গাড়ীর তারা গতিরোধ করে। ওই গাড়ী তল্লাশী করে তারা সেখানে ভারত থেকে অবৈধ ভাবে আসা প্রায় ৪ লাখ টাকার থ্রি-পিসের সন্ধান পায়। ডিবি’র দলটি ওই গাড়ীর চালক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সিকদার সোহরাব উদ্দিনের ছেলে পারভেজ ( ৩৫) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মরহুম আব্দুস সামাদের ছেলে কামরুল ইসলামকে গাড়ী এবং অবৈধ বস্ত্রসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাবাদে গাড়ী চালক পারভেজ জানান, গাড়ীর মালিক এটিএন বাংলার নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুরের। সে নড়াইল এটিএন বাংলার জেলা প্রতিনিধি হলেও থাকে ঢাকায়। তারই নির্দেশে গাড়ী নিয়ে ঢাকায় যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত কামরুলের মালামাল বহনের জন্য ৪ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। এরপর চুয়াডাঙ্গা শহরে এসে তারা ধরা পড়ে। নড়াইল থেকে কালীগঞ্জ-ঝিনাইদহ হয়ে তাদের ঢাকায় যাওয়ার কথা থাকলেও সে কেনো দর্শনায় এলো-এ প্রশ্নের জবাব তার কাছ থেকে মেলেনি। ডিবি ধারনা করছে এই গাড়ীতে মালিকের গোচরে অথবা অগোচরে চোরাচালানী পন্য অনেক দিন ধরেই বহন করা হচ্ছিল। রাজবাড়ী গোয়ালন্দের কামরুল ইসলাম জানান, সে ৪ হাজার টাকা চুক্তিতে গাড়ীটি এ দিন ভোরে ভাড়া করে। তার সঙ্গে আরো এক জন ব্যাক্তি ছিলো। সে আগেই অন্য পরিবহনে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে চলে যায়। সে দাবী করে দর্শনা পৌর এলাকার ভাই ভাই ক্লথ স্টোর থেকে তারা থ্রি-পিস গুলো কেনে। ওগুলো অবৈধ কি না তা তার জানা ছিলো না। এদিকে নড়াইলের সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ওশান পত্রিকার সম্পাদক এডভোকেট আলমগীর জানান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জহির ঠাকুর মূলত: নড়াইলে থাকে না। সে এখানকার প্রেস ক্লাব থেকে বহিস্কৃত। ঢাকায় বসে সে কি করে কেউ জানেনা। সে লোহগড়া পৌরসভার বর্তমান মেয়র নজরুল ঠাকুরের ভাই বলে তিনি জানান। এটিএন বাংলার নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুর জানান, সে তার গাড়ীটি নিজেই চালান। গাড়ীটির কিছু কাজ করানোর জন্য তিনি আজ সোমবার তার লোহাগড়া বাড়ীর পাশের ছেলে পারভেজকে গাড়ীটি চালিয়ে ঢাকায় নিয়ে আসতে বলেছিলেন। সে আসতে গিয়ে দর্শনা থেকে ওই অবৈধ মালামাল গুলো তোলে। এ সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না। চুয়াডাঙ্গা ডিটেকটিভ ব্রাঞ ( ডিবি)’র ইনচার্জ ফারুক বলেন, এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।