মোল্লাহাটে এক স্কুল শিক্ষক’র দুর্নীতির প্রতিবাদ করায় সকল স্কুল’র পরীক্ষা বন্ধ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে এক বিদ্যালয়’র প্রধান শিক্ষক ও তার স্ত্রী সহ শিক্ষক’র সীমাহীন অনিয়ম, দুর্নীতি, গরীব শিক্ষার্থীদের নিরুতসাহিত করা সহ অর্থ আতœসাতের ঘটনায় প্রতিবাদ করায় শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিবাদ কারীদের শাস্তির দাবীতে উপজেলার সকল বিদ্যালয়’র অর্ধ বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। পরে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা মিয়ার জরুরী হস্থক্ষেপে একদিন পর যথারিতি পরীক্ষা চল্লেও ওই বিদ্যালয় এলাকার পরিবেশ এখনো রয়েছে থমথমে। উপজেলার দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেন ও তার স্ত্রী সহ-শিক্ষক পারভিন আক্তার’র বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও দুর্ব্যবহর’র অভিযোগে তাদের বিরুদ্ধে গত ০১/০৬/১৫ ইং সকাল ১০টার দিকে অভিভাবক ও এলাকাবাসীর প্রতিবাদ ও অকথ্য ভাষা ছোড়ার কারনে গত ০৬/০৬/১৫ ইং গোটা মোল্লাহাট এলাকার পরীক্ষা বন্ধ রাখা হয়। তথ্যানুসন্ধানকালে ওই স্কুলের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র শেখ রাসেল’র পিতা মুক্তিযোদ্ধা শেথ নাজির হোসেন, ৬ষ্ঠ শ্রেণীর মুক্তা ও ৭ম শ্রেণীর রিক্তা’র পিতা ভ্যান চালক-তপন সিকদার সহ অভিভাবক-গাউস সিকদার, শেখ মুক্তি, ভ্যানচালক-হুমায়ূন মোল্লা, মোল্লা নজরুল ইসলাম, শেখ দাউদ হোসেন, শেখ আলমগীর হোসেন, সিকদার আতাউর রহমান, মোল্লা কাকা মিয়া এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থী-শেখ রানা, শিমুল, সজল সরদার ও রহিজ মোল্লা সহ অনেকে বলেন-প্রধান শিক্ষক গরীব ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের বলেন-লেখা পড়া না করে বিড়ির কারখানায় (পাশের গ্রামে) কাজ কর ! টাকা পাবা ! আর যদি ঠিকমত বেতন/টাকা দিতে পারো তা হলে স্কুলে আসবা ! তাছাড়া সকল শিক্ষার্থীদের বলেন-তার নিকট ইংরেজি প্রাইভেট না পড়লে কেউ পাস করতে পারবেনা ! এসকল ঘটনার বিচার দাবীতে অভিভাবক ও স্কুল এলাকাবাসি স্বাক্ষরিত অভিযোগ শিক্ষা মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে পাঠনো হয়েছে। ওই স্কুল’র সহকারী প্রধান শিক্ষক নাজমুল হক খান, শিক্ষক (গণিত) বিকাশ মন্ডল ও অফিস সহকারী জাহাঙ্গীর বলেন-তারা শিক্ষার্থীদের থেকে জানুয়ারী-জুন মাসের বেতন এবং অর্ধ বার্ষিক পরীক্ষার ফি নির্ধারিত হারে গ্রহণ করছেন’ কেবল মাত্র উপবৃত্তি প্রাপ্ত মেয়েদের বেলায় বেতন মওকুফ করা হয়, ঘটনার ২দিন গত ৩১/০৫/১৫ইং ও ০১/০৬/১৫ইং আপন ভাই বোন ৯ম শেণীর তারেক ও কনকচাপা ৯শত টাকার স্থলে ২দিনে মোট ৭শত টাকা দিয়ে প্রবেশ পত্র দাবী করলে তাদেরকে শ্লিপ দেয়া হয় এবং বাকি ২শত টাকা দিলে প্রবেশ পত্র দেয়ার কথা বলা হয়, ওই ঘটনায় তারা ক্ষুব্ধ হয়ে স্থনীয় অসংখ্য লোক-জন জড়ো করে পথিমধ্যে প্রধান শিক্ষকের স্ত্রী সহ-শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে, তারই প্রতিবাদে শিক্ষক নেতাদের উদ্যোগে উপজেলার সকল স্কুলের পরীক্ষা ০৬/০৬/১৫ ইং হতে বন্ধ করে দেয়া সহ সকাল ১০টায় অত্র বিদ্যালয়ে সকল শিক্ষকরা সমাবেশ করে। প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেনকে খুজে না পাওয়ায় তার স্ত্রী সহ-শিক্ষক পারভিন আক্তার বলেন-স্কুলে ঢুকে মেম্বার সবুজ তাকে অশালিন ভাষায় গালি-গালাজ করায় তিনি এর বিচার দাবী করেন। এবিষয়ে মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুন্নেছা বলেন-তিনি কর্ম এলাকার বাহিরে ট্রেনিংএ আছেন, তাকে এখন পর্যন্ত কোন শিক্ষক/কেউ মোবাইল ফোনেও জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *