১৮৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২, মৌলভীবাজার

​মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ পথে ভারত থেকে আনা ৯৪০ কেজি চিনি জব্দ করা হয়েছে। এসময় ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে জানায়, সোমবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনি এলাকা থেকে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় ইয়াসিন আলী এবং রিফাত হাসান দিপু নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯ হাজার ৪০০ কেজি চিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। তিনি আরো জানান, চিনি পাচারকারী চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে পাচারের চেষ্টা করছি।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল কাশেম সরকার জানান, আটককৃত দুইজনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *