চট্টগ্রামে তিন গরু চোর গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহুনি একলায় গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার জুলদা গ্রামের বাসিন্দা মো. মহি উদ্দিন (২৮), শাহমীরপুর গ্রামের বাসিন্দা নুর হোসেন (৩৬) ও মো. আরিফুর রহমান (২৬)।আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সোমবার রাতে চৌমুহুনি এলাকায় নিয়মিত চেকপোস্টে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তারা গরু চুরির উদ্দেশ্যে কর্ণফুলী থেকে আনোয়ারায় আসছিলো বলে স্বীকার করে। মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।